মুম্বইয়ের ধাঁচে হামলার আশঙ্কা, সতর্কতা গোয়ায়

গোয়েন্দারা আশঙ্কা করছেন, মুম্বই হামলার সময় যে ভাবে ভারতীয় ট্রলার দখল করে কাসভেরা হামলা চালিয়েছিল, এ ক্ষেত্রেও ঠিক সে ভাবেই ওই ভারতীয় ট্রলারকে হাতিয়ার করে পশ্চিম উপকূলে হামলা চালাতে পারে জঙ্গিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৩:৩৯
Share:

মুম্বই হামলার ধাঁচে আক্রমণের আশঙ্কায় গোয়া-সহ গোটা পশ্চিম উপকূলের রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, ভারতীয় ট্রলারে করে পশ্চিম উপকূলে হামলা চালাতে পারে কিছু পাক জঙ্গি। মুম্বই ও গুজরাত ছাড়াও জঙ্গিদের নিশানায় গোয়ার ক্যাসিনো ও ক্রুজ ভেসেলগুলি।

Advertisement

গোয়েন্দারা জানাচ্ছেন, সম্প্রতি পাক জলসীমায় একটি ভারতীয় মাছ ধরা ট্রলারকে আটক করে পাক নৌসেনা। গোয়েন্দারা আশঙ্কা করছেন, মুম্বই হামলার সময় যে ভাবে ভারতীয় ট্রলার দখল করে কাসভেরা হামলা চালিয়েছিল, এ ক্ষেত্রেও ঠিক সে ভাবেই ওই ভারতীয় ট্রলারকে হাতিয়ার করে পশ্চিম উপকূলে হামলা চালাতে পারে জঙ্গিরা। গতকাল রাতেই কেন্দ্রীয় গোয়েন্দারা ওই তথ্য জানিয়ে সতর্ক করে দেন মনোহর পারিক্কর প্রশাসনকে। গোয়ার বন্দরমন্ত্রী জয়েশ সালগাঁওকর জানান, ‘‘করাচি জলসীমায় আটক ভারতীয় ট্রলারটি ছেড়ে দিয়েছে পাক নৌসেনা। কিন্তু কারা সেটিতে আছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে।’’ তাই আলাদা করে সতর্ক করে দেওয়া হয়েছে মহারাষ্ট্র ও গুজরাত সরকারকেও। দুই রাজ্যেই উপকূল এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে কোস্ট গার্ড।

এ দিকে কেন্দ্রের সতর্ক বার্তার ভিত্তিতে আজ সকাল সাজো সাজো রব গোটা গোয়া জুড়ে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, গোয়ার বিভিন্ন ক্যাসিনো ও ক্রুজ ভেসেলগুলিতে বিদেশিদের উপস্থিতি বেশি থাকে। সে কারণে সেগুলি জঙ্গি হামলার শিকার হতে পারে। ক্রুজগুলিতে তাই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে গোয়া প্রশাসন। সামান্যতম অস্বাভাবিক কিছু নজরে পড়লে পুলিশকে জানাতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement