National news

জম্মু-কাশ্মীরের সরকারি ভবনে জঙ্গি হামলা, জখম ১

ফের জম্মু-কাশ্মীরে একটি সরকারি ভবনে জঙ্গিরা হামলা চালালো। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ জম্মু-কাশ্মীরের পাম্পোর ঘটনা। গুলির লড়াইযে জখম হয়েছেন একজন সেনা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ১১:০৫
Share:

—ফাইল চিত্র।

ফের জম্মু-কাশ্মীরে একটি সরকারি ভবনে জঙ্গিরা হামলা চালালো। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ জম্মু-কাশ্মীরের পাম্পোর ঘটনা। গুলির লড়াইযে জখম হয়েছেন একজন সেনা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

এ দিন সকালে শ্রীনগরের পাম্পোরের ওই সরকারি ভবন ইডিআই ক্যাম্পাসে একদল জঙ্গি ঢুকে পড়ে আচমকা গুলি চালাতে শুরু করে। গুলির আওয়াজ পাওয়া মাত্র পাল্টা জবাব দেয় সেনাও। শুরু হয গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন একজন সেনা জওয়ান। সেনার অনুমান, অন্তত দু’তিন জন জঙ্গি ক্যাম্পাসের ভিতরে গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। ভবনের বিভিন্ন জায়গা থেকে এখনও শোনা যাচ্ছে গুলির আওয়াজ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও এই ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। টানা ৪৮ ঘণ্টা জঙ্গিদের সঙ্গে লড়াই চলেছিল সেনার। সেই লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে তিন প্যারামিলিটারি কম্যান্ডোর মৃত্যু হয়েছিল। সেনার গুলিতে মারা গিয়েছিল তিন জঙ্গিও।

Advertisement

আরও পড়ুন: এই দিশাহীনতা আশ্চর্যজনক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement