কেরলের কোল্লামে মন্দিরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় মর্মাহত সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন। তাঁরা সকলেই টুইট করে তাঁদের সহানুভূতি, সমবেদনা জানিয়েছেন। গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান সরকারও।
সচিন তেন্ডুলকর টুইট করে বলেছেন, ‘‘ওই ঘটনায় যাঁরা চলে গেলেন আর যাঁরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাঁদের সকলের জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর আমাদের এই শোক সইবার শক্তি দিন!’’
আরও পড়ুন- কেরলের মন্দিরে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১০৬
টুইট করে বিরাট কোহলি বলেছেন, ‘‘উদ্ধারকাজের ওপর আরও গুরুত্ব দেওয়া হোক। নৌবাহিনী ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্তাদের আরও দায়িত্ব দেওয়া হোক। যাতে উদ্ধারকাজ সুষ্ঠু ভাবে হয়।’’
টুইট করে সমবেদনা জানিয়েছেন অভিনেতা ঋষি কপূর, অভিনেত্রী এষা গুপ্তা ও পরিচালক সাজিদ খান। সমবেদনা জানিয়েছেন সাউন্ড ডিজাইনার রেসুল পুকোট্টিও।
অভিনেত্রী দিয়া মির্জা টুইট করে বলেছেন, ‘‘কর্তব্যে গাফিলতি আর উদাসীনতার জন্যই এত প্রাণহানি হল। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।’’