‘বিশুদ্ধ’ শহরের শীর্ষে তেজপুর

ভারতের সব চেয়ে বিশুদ্ধ শহরের তকমা পেল ঊষা-অনিরুদ্ধের শহর তেজপুর। দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। যদিও সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, বিশ্বের সব চেয়ে দূষিত শহরগুলির এক তৃতীয়াংশের বেশি রয়েছে ভারতেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০৩:০৪
Share:

ভারতের সব চেয়ে বিশুদ্ধ শহরের তকমা পেল ঊষা-অনিরুদ্ধের শহর তেজপুর। দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। যদিও সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, বিশ্বের সব চেয়ে দূষিত শহরগুলির এক তৃতীয়াংশের বেশি রয়েছে ভারতেই।

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র মতে, প্রতি কিউবিক মিটার বাতাসে সাধারণ ধূলিকণার বার্ষিক গড় মাত্রা ২০ গ্রাম পর্যন্ত থাকলে শরীরের পক্ষে ক্ষতিকর নয়। ফুসফুসে ঢুকে সব চেয়ে বেশি ক্ষতি করে ২.৫ মাইক্রোমিটারের চেয়ে ক্ষুদ্র ধূলিকনাগুলি। সেগুলি পিএম ২.৫ নামে পরিচিত। তার গ্রহণযোগ্য মাত্রার বার্ষিক গড় প্রতি কিউবিক মিটারে ১০ গ্রাম।

দেশের ১২২টি শহরে বাতাসের পরীক্ষা করার পরে সমীক্ষায় জানা গিয়েছে, তেজপুরের বাতাসে গড়ে ১১ মাইক্রোগ্রাম ধূলিকণা আছে। ওই শহরে প্রতি কিউবিক মিটার বাতাসে পিএম ২.৫-এর মাত্রা প্রতি কিউবিক মিটারে ৬ মাইক্রোগ্রাম।

Advertisement

এ কথা জানার পরে তেজপুরবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। জেলা প্রশাসনও এই খবরে খুশি। সরকারের মতে, তেজপুরকে আর্দশ হিসেবে ধরে অন্য শহরগুলিতেও বাতাসের মান উন্নত করার চেষ্টা করা হবে।

সমীক্ষায় জানা গিয়েছে, বিশুদ্ধ বাতাসের নিরিখে ভারতের দ্বিতীয় পরিচ্ছন্ন শহর কেরলের পাঠানামাঠিট্টা। তৃতীয় কর্ণাটকের হাসান। পাঠানামাঠিট্টায় অবশ্য ওই ধূলিকণার মাত্রা ২৩ মাইক্রোগ্রাম ও ১২ মাইক্রোগ্রাম। হাসানে মাত্রাটি ৩৬ ও ১৯ মাইক্রোগ্রাম। হু গোটা বিশ্বের ১০৩টি দেশের ২ হাজার ৯৭৩টি শহরে এই সমীক্ষা চালাচ্ছে। সমীক্ষা জানিয়েছে, ভারতের সব চেয়ে দূষিত শহর গ্বালিয়র (১৭৬ মাইক্রোগ্রাম), এলাহাবাদ (১৭০ মাইক্রোগ্রাম), পটনা (১৪৯ মাইক্রোগ্রাম), রায়পুর (১৪৪ মাইক্রোগ্রাম), লুধিয়ানা (১২২ মাইক্রোগ্রাম), দিল্লি (১২২ মাইক্রোগ্রাম), কানপুর (১১৫ মাইক্রোগ্রাম), খান্না (১১৪ মাইক্রোগ্রাম), ফিরোজাবাদ (১১৩ মাইক্রোগ্রাম), লখনউ (১১৩ মাইক্রোগ্রাম)। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির প্রথম ২০টির মধ্যে আগে ভারতেরই ১৩টি শহর ছিল। এ বারের সমীক্ষায় সংখ্যাটি কমে ১০টি হয়েছে।

তেজপুর শুধু দেশে নয়, বিশ্বেও অন্যতম বিশুদ্ধ শহর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের সব চেয়ে দূষিত বাতাস রয়েছে ইরানের জাবোলে। সেখানে পিএম ২.৫-এর মাত্রা ২১৭। নিউ ইয়র্ক ও লন্ডনে এই মাত্রা যথাক্রমে ৯ ও ১৫। হু-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পূণম ক্ষেত্রপাল সিংহ জানান, বায়ু দূষণ স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলছে। ভারতে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, হাঁফানির পিছনে বায়ুদূষণ অন্যতম বড় কারণ। ভারতে দরিদ্র শহরগুলিতে দূষণের মাত্রা বেশি। বিশ্বের দূষিত শহরের প্রথম ১০০টি শহরের মধ্যে ভারতের ৩৪টি শহর আছে। এই তালিকায় উত্তর ও পশ্চিম ভারতের শহরগুলি থাকলেও দক্ষিণ ভারতের কোনও শহর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement