Car Accident

১৫ বছরের বালকের হাতে স্টিয়ারিং! গাড়ি নিয়ে দেড় বছরের শিশুকে পিষে দিয়ে পালানোর চেষ্টা

আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, সে মারা গিয়েছে। উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই নাবালক জানায়, গাড়িটি তার দাদার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেলাগাম গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাল এক কিশোর গাড়িচালক। দেড় বছরের একটি শিশুকে পিষে দিল গাড়ির চাকা। ঘটনাটি ঘটেছে দিল্লির মুখমেলপুরে। বাচ্চাটিকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ১৫ বছরের ওই গাড়িচালক। যদিও স্থানীয়েরা তাকে ধরে ফেলে। পুলিশ আটক করেছে অভিযুক্তকে। তদন্তের স্বার্থে অভিযুক্তের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি শনিবার সকালের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দ্রুত গতিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। ওই দাঁড়িয়ে থাকা গাড়িটির পাশে একটি শিশু খেলছিল। তার বাবা-মা ছিলেন কাছেই। শিশুটিকে পিষে দিয়ে গাড়ির গতি বাড়িয়ে চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ধরেন স্থানীয়েরা। গাড়ি থেকে নামিয়ে এনে দেখা যায় চালক নিতান্তই নাবালক। বয়স ১৫ বছরের আশপাশে।

আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, শিশুটি মারা গিয়েছে। উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই নাবালক জানায়, গাড়িটি তার দাদার। পুলিশও খোঁজ নিয়ে জানতে পারে, নাবালক স্থানীয় বাসিন্দা। গাড়িটির মালিক ২৩ বছরের এক যুবক। অভিযুক্তের দাদা তিনি। ডাকা হয়েছে গাড়ির মালিককে।

Advertisement

পুলিশ জানিয়েছে, চিকিৎসকেরা বলেছেন, দুর্ঘটনায় আহত শিশুটি মারা গিয়েছে মাথায় আঘাত থেকে। ময়নাতদন্তের জন্য মৃতের দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement