Student

স্কুলে সহপাঠীদের পড়াচ্ছে এক শিশু, তার পড়ানোর সেই কৌশল ভাইরাল

‘গুলজারসাহাব’ নামে এক টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার হয়েছে। ইতিমধ্যেই এক লক্ষ বারের বেশি সেই ভিডিয়ো দেখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৫:০৭
Share:

স্কুলে পড়াচ্ছে এক খুদে। ছবি সৌজন্য টুইটার।

এক খুদের পড়ানোর কৌশল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কোথাকার স্কুল সেটা জানা যায়নি অবশ্য। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই খুদেকে নিয়ে বেশ চর্চা হচ্ছে।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, পড়ুয়ারা মেঝেয় বসে আছে। সকলের সামনে দাঁড়িয়ে রয়েছে এক খুদে পড়ুয়া। চিৎকার করে এক একটি শব্দ উচ্চারণ করছে। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাকি পড়ুয়ারা সমস্বরে বলছে। খুদের এই পড়ানোর কৌশল মন কেড়েছে নেটাগরিকদের।

‘গুলজারসাহাব’ নামে এক টুইটার অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার হয়েছে। ইতিমধ্যেই এক লক্ষ বারের বেশি সেই ভিডিয়ো দেখা হয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই টুইটার গ্রাহকরা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন।

Advertisement

কেউ কেউ বলেছেন, “ওর পড়ানোর কৌশল দেখে মনে হচ্ছে যেন কোনও পেশাদার শিক্ষক ক্লাস নিচ্ছেন।” কেউ কেউ আবার বলেছেন, “এ ছেলে তো ভবিষ্যতে আইএএস হবে।”

তবে ভিডিয়োটি দেখে হচ্ছে, এটি কোনও গ্রামীণ এলাকার। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement