Sexual Harrassment

৪ দিনে দ্বিতীয় বার, ফের চেন্নাইয়ের নামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

চেন্নাইয়ের এক নামী স্কুলে যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২৯ মে ২০২১ ০৯:৩২
Share:

প্রতীকী ছবি।

চেন্নাইয়ের এক নামী স্কুলে যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। এই ঘটনার ক্ষত না শুকোতেই ফের চেন্নাইয়ের অন্য একটি স্কুলের কমার্সের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। সেই স্কুলের প্রাক্তনীদের সংগঠনের মাধ্যমে অভিযোগ পৌঁছয় স্কুল কর্তৃপক্ষের কাছে। তার পরই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

ওই স্কুলের প্রাক্তনীদের সংগঠন জানিয়েছে, তারা বিভিন্ন সালের পড়ুয়াদের থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ৫০০-র বেশি মেসেজ পেয়েছেন ইমেলে। ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই অভিযোগ গ্রহণ করেছি। বিষয়টি অন্তর্বর্তী কমিটিতে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ তদন্ত হবে। পড়ুয়াদের আশ্বাস দেওয়া হচ্ছে তদন্তের রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’। স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, প্রাক্তন কোনও পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে ওই শিক্ষককে।

গত কয়েক দিনে চেন্নাইয়ের নামকরা স্কুলের বেশ কয়েক জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা প্রাক্তনীদের সংগঠনকে ইমেলে জানিয়েছেন, কী ভাবে ওই শিক্ষক তাঁদের হেনস্থা করতেন এবং কোনও ছাত্র প্রতিবাদ করলে কী ভাবে হুমকি দিতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement