প্রয়াত স্বরূপানন্দ সরস্বতী। ফাইল ছবি।
প্রয়াত হলেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। বয়স হয়েছিল ৯৯ বছর। মধ্যপ্রদেশের নরসিংহপুরের আশ্রমে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
রবিবার দুপুর সাড়ে তিনটেয় নরসিংহপুরের শ্রীধাম ঝটেশ্বর আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানিয়েছেন দ্বারকা পীঠের স্বামী সদানন্দ মহারাজ। সূত্রের খবর, আশ্রমেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। স্বরূপানন্দ দ্বারকার পাশাপাশি জ্যোতিষ পীঠেরও শঙ্করাচার্য ছিলেন।
স্বরূপানন্দের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘এই দুঃখের সময় আমার আন্তরিক সমবেদনা রইল তাঁর অগণিত ভক্তের জন্য।’
১৯২৪ সালে মধ্যপ্রদেশের সেওনি জেলায় জন্ম স্বরূপানন্দের। ন’বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। স্বাধীনতা আন্দোলনের সময় জেলেও গিয়েছিলেন স্বরূপানন্দ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল বেঙ্গালুরুতে। সম্প্রতি তিনি আশ্রমে ফেরেন। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।