—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার থেকে মাত্র ৩০০-৩৫০ মিটার দূরে ধানখেতের মধ্যে থেকে উদ্ধার হল একটি অত্যাধুনিক ড্রোন! কোথা থেকে ওই ড্রোন এল, তা নিয়ে রহস্য দানা বাঁধে। পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে ড্রোনটি এসেছে। তবে কি সীমান্তের ওপার থেকে নজরদারি চালাতেই ড্রোন ওড়ানো হয়েছে? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরার বল্লুমুখা গ্রামে পুলিশের এক কনস্টেবল ওই ড্রোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বেলোনিয়া থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের এক বিশাল বাহিনী। সংবেদনশীল সীমান্ত এলাকায় কী ভাবে ওই ড্রোন এল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। কী কারণে ওই ড্রোন ওড়ানো হয়েছে, কোন পথে সেটি এসেছে— সেই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ওই ড্রোনটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বেশির ভাগ এলাকাই কাঁটাতার দিয়ে ঘেরা। তবে স্থানীয় বিরোধের জেরে কিছু অংশ এখনও কাঁটাতারের আওতার বাইরে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সীমান্তে নজরদারি জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষত, অবৈধ অনুপ্রবেশ আটকাতেই সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি বেড়েছে। শুধু তা-ই নয়, কাঁটাতার পেরিয়ে চোরাচালান রুখতেও একাধিক পদক্ষেপ করেছে তারা। সেই আবহে বাংলাদেশের ড্রোন ভারতে ঢুকে পড়াকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে।