প্রয়োজন হলে আবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অভিযান— প্রস্তুত থাকছে ভারতীয় বাহিনী (প্রতীকী ছবি)।
ইসলমাবাদকে ফের চড়া সুরে হুঁশিয়ারি ভারতের।
পাকিস্তান নিজেদের বদলে নিলে ভাল। না হলে আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এমন ‘গ্যারান্টি’ দেওয়া যাচ্ছে না।
ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার জবাব দিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে অভিযান চালিয়েছিল ভারতের কম্যান্ডো বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিদের বহু শিবির এবং লঞ্চ প্যাড। সেই অভিযানের পর মাত্র মাস চারেক কেটেছে। এর মধ্যেই ফের পাকিস্তানকে হুঁশিয়ারি শুনিয়ে দিলেন রাজনাথ সিংহ। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘পাকিস্তান আমাদের প্রতিবেশী। তারা যদি ইতিবাচক দিকে বদলায়, তা হলে এমন পদক্ষেপ (সার্জিক্যাল স্ট্রাইক) করার প্রয়োজন আর হবে না। কিন্তু যদি জঙ্গি সংগঠনগুলি এবং অন্যরা ভারতকে নিশানা বানাতে থাকে, তা হলে আমরা নিশ্চয়তা দিতে পারছি না যে আবার সার্জিক্যাল স্ট্রাইক করব না।’’
রাজনাথ সিংহ ভারতের মন্ত্রিসভার দু’নম্বর ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই তাঁর স্থান। সুতরাং তাঁর হুঁশিয়ারিকে যে হালকা ভাবে নেওয়া উচিত নয়, তা ইসলামাবাদও ভালই জানে।
সন্ত্রাস রফতানি বন্ধ না হলে আর বিপদে পড়তে হবে পাকিস্তানকে, এমনই বার্তা শুনিয়ে দিলেন রাজনাথ। —ফাইল চিত্র।
আবার সার্জিক্যাল স্ট্রাইক করার হুঁশিয়ারি দিয়েই যে রাজনাথ থেমে গিয়েছেন, তা কিন্তু নয়। সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তান সম্পর্কে ভারত সরকারের মনোভাব যে একটুও নরম হয়নি, তাও তিনি বুঝিয়ে দিয়েছেন। লস্কর-প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করার আসলে ‘লোক দেখানো’, মন্তব্য রাজনাথ সিংহের। যদি সত্যিই পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করতে চাইত, তা হলে হাফিজ সইদের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করত, তাকে কাঠগড়ায় তুলত এবং জেলে পাঠাত— মন্তব্য রাজনাথের।
পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সম্পর্কে রাজনাথ সিংহের মন্তব্য কিন্তু আরও তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দাউদকে হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা। তাঁর কথায়, ‘‘আমি আত্মবিশ্বাসী যে আমরা তাকে হাতে পাবই। শুধু কিছুটা সময়ের অপেক্ষা।’’
আরও পড়ুন: একসঙ্গে ১০টি নিউক্লিয়ার ওয়ারহেড জুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল চিন! কীসের ইঙ্গিত?
পাকিস্তান সম্পর্কে কঠোর অবস্থান নিলেও, চিনের বিষয়ে কিন্তু রাজনাথের মন্তব্য ইতিবাচক। জইশ-প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার প্রয়াস রাষ্ট্রপুঞ্জে বার বার আটকে দিচ্ছে চিন। সে প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘হয়তো নিজেদের কোনও অভ্যন্তরীণ কারণে চিন আজ আমাদের সমর্থন করছে না। কিন্তু আমি আশাবাদী যে ভবিষ্যতে চিনও আমাদের সমর্থন করবে।’’
রাজনাথের কণ্ঠে একই রকম ইতিবাচক সুর শোনা গিয়েছে আমেরিকা সম্পর্কেও। সাতটি মুসলিম প্রধান দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যপী সমালোচিত হচ্ছেন। কিন্তু রাজনাথ ট্রাম্পের সমালোচনা করেননি। আমেরিকার সামনে সন্ত্রাসের যে বিপদ রয়েছে, সে বিপদের প্রাবল্য আঁচ করেই হয়তো ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন— এমনই মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর।