Crypto Currency

পনজ়ি-কাণ্ডে সুপ্রিয়ার নাম, তদন্তে সিবিআই

অবসরপ্রাপ্ত আইপিএস রবীন্দ্রনাথ পাটিল অভিযোগ তুলেছিলেন, সুপ্রিয়া সুলে ও নানা পাটোলে ২০১৮-য় বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৮:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

মহারাষ্ট্রে ভোটগ্রহণের আগের দিন বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব বিনোদ তাওড়ের বিরুদ্ধে নগদ পাঁচ কোটি টাকা বিলির অভিযোগ তুলেছিল বিপক্ষ। এ বার বিজেপি শরদ পওয়ারের কন্যা, এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে ও মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের বিরুদ্ধে বিটকয়েন কেলেঙ্কারির টাকা নির্বাচনে কাজে লাগানোর অভিযোগ তুলল। তাৎপর্যপূর্ণ হল, এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে সিবিআই এবং ইডি-ও আজ মহারাষ্ট্রের ভোটগ্রহণের দিনই এর তদন্তে নেমে পড়েছে। সুপ্রিয়া ও নানা, দু’জনেই একে বিজেপির ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

অবসরপ্রাপ্ত আইপিএস রবীন্দ্রনাথ পাটিল অভিযোগ তুলেছিলেন, সুপ্রিয়া সুলে ও নানা পাটোলে ২০১৮-য় বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন। সেই টাকা এখন তাঁরা মহারাষ্ট্রের ভোটে কাজে লাগিয়েছেন। সেই সময়ে বিটকয়েন কাজে লাগিয়ে পনজি প্রকল্প চালিয়ে ৬৬০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী এই অভিযোগ প্রমাণ করতে সুপ্রিয়া ও নানার বিভিন্ন সময়ের কথাবার্তার রেকর্ডিং নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। কংগ্রেস অবশ্য দাবি করেছে, ওই সমস্ত রেকর্ডিং কৃত্রিম মেধা প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি। যদিও বিজেপির শরিক অজিত পওয়ার দাবি করেছেন, তিনি নিজের খুড়তুতো বোন সুপ্রিয়ার কণ্ঠস্বর নিয়ে নিশ্চিত।

এই ঘটনায় আজ সিবিআই তদন্ত শুরু করে অডিট সংস্থা সারথি অ্যাসোসিয়েটসের কর্মী গৌরব মেহতাকে সমন পাঠিয়েছে। তার আগে ইডি ওই সংস্থার ছত্তীসগঢ়ের রায়পুরের দফতরে হানা দেয়। সুপ্রিয়া এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে মানহানির মামলার নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement