National News

কালবুর্গি-লঙ্কেশ-দাভোলকর খুনে যোগসূত্র? সিবিআইকে তদন্ত করতে বলল সুপ্রিম কোর্ট

বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি নবীন সিংহকে নয়া শীর্ষ আদালতের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই নির্দেশ দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ২০:০২
Share:

সুপ্রিম কোর্ট।-ফাইল চিত্র।

ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা দেখতে সিবিআইকে কন্নড় বুদ্ধিজীবী এম এম কালবুর্গি, সাংবাদিক গৌরী লঙ্কেশ, সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর ও যুক্তিবাদী গোবিন্দ পানসারে হত্যাকাণ্ডের তদন্ত করতে বলল সুপ্রিম কোর্ট

Advertisement

বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি নবীন সিংহকে নয়া শীর্ষ আদালতের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই নির্দেশ দিয়েছে। ওই চারটি হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে কর্নাটক পুলিশ রিপোর্টে ইঙ্গিত থাকলেও কেন সিবিআই তার তদন্ত করেনি, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতেও বলেছে শীর্ষ আদালত। সিবিআই ইতিমধ্যেই দাভোলকর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

আগের দিন শুনানিতে সুপ্রিম কোর্ট তদন্ত না করে কালবুর্গি খুনের ঘটনা নিয়ে ‘মানুষকে ধোঁকা দেওয়া’র জন্য কর্নাটক সরকারকে তিরস্কার করেছিল। তারই প্রেক্ষিতে এ দিন কর্নাটক পুলিশ জানায়, তিন মাসের মধ্যেই ওই খুনের মামলার চার্জশিট তারা শীর্ষ আদালতে পেশ করবে।

Advertisement

আরও পড়ুন- সংসদকে অচল করবেন না, দেশের স্বার্থে আলোচনা চাই, সব দলকে আহ্বান মোদীর​

আরও পড়ুন- ধর্ষণ হোক বা যৌন নিগ্রহ, নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement