Supreme Court

নিউজ়ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি বেআইনি, মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

দিল্লি পুলিশের হাতে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান প্রবীর। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়। তার পর রায়দান স্থগিত ছিল। বুধবার সেই রায় ঘোষণা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ১২:০৬
Share:
File image of founder of Newsclick Prabir Purkayastha

নিউজ়ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ। — ফাইল চিত্র।

নিউজ় পোর্টাল ‘নিউজ়ক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি বেআইনি। দিল্লি পুলিশকে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি পুলিশ যে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ় প্রিভেনশন অ্যাক্ট) আইনের আওতায় সম্পাদক প্রবীরকে গ্রেফতার করেছিল, তা-ও ছিল ভুল।

Advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পর প্রবীর নিম্ন আদালতে বেল বন্ড জমা দেবেন। তার পরেই তিনি মুক্তি পাবেন জেল থেকে। প্রসঙ্গত, দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল প্রবীরকে। যে দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। সংবাদমাধ্যমের সম্পাদককে গ্রেফতারির ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন দেশের বহু সাংবাদিক এবং সাংবাদিকদের স্বার্থরক্ষাকারী বিভিন্ন সংগঠন।

‘নিউজ়ক্লিক’-এর সম্পাদক প্রবীরকে গ্রেফতার করার পর তাঁর আইনজীবীকে না জানিয়েই ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে দিল্লি পুলিশ। যা নিয়ে গত ৩০ এপ্রিল প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত দিল্লি পুলিশের কর্মকাণ্ডে বিস্মিত হয়ে প্রশ্ন করে যে, এত তাড়াহুড়োর কি দরকার ছিল? বুধবার আদালত জানায়, এই মামলার চার্জশিট জমা পড়েছে। এই পরিস্থিতিতে প্রবীরকে জেলে আটকে রাখার প্রয়োজনীয়তা নেই। তাই জামিনের নির্ধারিত শর্ত পালন করলে প্রবীরকে মুক্তি দেওয়া যেতে পারে। তাঁর গ্রেফতারি এবং হেফাজতকে চ্যালেঞ্জ করে দিল্লি পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রবীর। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়। সে দিন থেকে রায়দান স্থগিত ছিল। বুধবার সেই রায় ঘোষণা করল শীর্ষ আদালত।

Advertisement

গত বছরের ৩ অক্টোবর থেকে প্রবীর ইউএপিএ মামলায় হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশবিরোধী প্রোপাগান্ডা চালানোর জন্য চিনের তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে। প্রবীরের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। অন্য দিকে, দিল্লি পুলিশের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement