ফাইল চিত্র।
রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে তামিলনাড়ুর। পনীরসেলভম নাকি শশিকলা, শেষ পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা পরিষ্কার হতে পারে ওই দিনই। কারণ, পটভূমি পরিবর্তন না হলে মঙ্গলবারই শশিকলার দুর্নীতি মামলার রায় দিতে চলেছে শীর্ষ আদালত।
শীর্ষ আদালতের এই রায়ের উপরই নির্ভর করতে পারে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। রায় যদি শশিকলার পক্ষে যায় তা হলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে যাবেন তিনি। আর তা যদি না হয়, তা হলে অন্তত আগামী ৬ বছরের জন্য ইতি পড়তে পারে তাঁর রাজনৈতিক ভবিষ্যতে। যদি তাঁর জেল হয়, তা হলে আগামী ৬ বছরে তিনি কোনও নির্বাচনে লড়তে পারবেন না।
দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন পাওয়া সত্ত্বেও শশিকলাকে এত দিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ দেননি রাজ্যপাল বিদ্যাসাগর রাও। রাজনীতিবিদদের একাংশের অনুমান ছিল, এই রায়ের দিকেই তিনি তাকিয়ে ছিলেন।
আরও পড়ুন: হিন্দু জনসংখ্যা কমছে ভারতে, টুইট রিজিজুর, তীব্র বিতর্ক দেশ জুড়ে
এ দিনই অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি আগামী এক সপ্তাহের মধ্যেই পনীর-শশির সমর্থন পরীক্ষা করার জন্য বিধানসভায় অধিবেশন ডাকার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল রাওকে।