গ্রাফিক: সনৎ সিংহ।
উত্তরপ্রদেশের জেলে ‘রহস্যজনক ভাবে’ মৃত বাহুবলী- প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির পুত্র উমরের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ ‘সরকারি কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়া’র অভিযোগের মামলায় তাঁর আগাম জামিনের আবেদনে সায় দিয়েছে।
শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে উমর অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ২০২২ সালে উত্তরপ্রদেশের বিজেপি সরকার তাঁর বিরুদ্ধে ওই মামলা করেছিল। প্রসঙ্গত, গত ২৮ মার্চ বান্দা জেলে মুখতারের মৃত্যুর পর উমরই প্রথম অভিযোগের আঙুল তুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের দিকে। বলেছিলেন, ‘‘জেলে আমার বাবার খাবারে ধীরে ধীরে বিষ দেওয়া হচ্ছিল। তাতেই তাঁর মৃত্যু হয়েছে।’’
প্রসঙ্গত, প্রয়াত বাহুবলী-রাজনীতিক মুখতারের আর এক পুত্র মাউয়ের বিধায়ক আব্বাস বর্তমানে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। আদালতের অনুমতি নিয়ে গত ৩০ মার্চ পিতার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই মুখতারের পরিবার আব্বাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে। প্রয়াত পিতার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত সপ্তাহে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন আব্বাস। আগামী মঙ্গলবার ওই আবেদনের শুনানি হবে।