ফাইল চিত্র।
রাজনীতিবিদদের বিরুদ্ধে ঝুলে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করুক কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলাগুলি এক বছরের মধ্যে শেষ করার জন্যও কেন্দ্রকে বলেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কী পদক্ষেপ করছে, তা ১৩ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
পাশাপাশি, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের হওয়া কতগুলো ফৌজদারি মামলার নিষ্পত্তি হয়েছে, তার বিস্তারিত তথ্যও কেন্দ্রীয় সরকারকে দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
সম্প্রতি বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত জনপ্রতিনিধিদের উপর আজীবন নিষেধাজ্ঞা চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তারই শুনানি ছিল বুধবার। এ দিন শুনানির সময় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত বিধায়ক, সাংসদদের সারা জীবন নির্বাচনে লড়ার উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে কোর্টে সওয়াল করে নির্বাচন কমিশন।