দলত্যাগ বিরোধী মামলা শুনল না শীর্ষ আদালত

এ বার সুপ্রিম কোর্টে মামলা ওঠায় তাঁর আর্জি, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকারের পরিবর্তে নির্বাচন কমিশন বা নিরপেক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০৩:২৯
Share:

কংগ্রেস থেকে একের পর এক নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজের আবেদন জানালেও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। এই অভিযোগ নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এ বার সুপ্রিম কোর্টে মামলা ওঠায় তাঁর আর্জি, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকারের পরিবর্তে নির্বাচন কমিশন বা নিরপেক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক। কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যের স্পিকাররাই রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে এই ধরনের মামলায় সিদ্ধান্ত না নিয়ে বসে রয়েছেন।

Advertisement

প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ অবশ্য এই মামলার শুনানিতে রাজি হয়নি। যুক্তি, স্পিকারই সিদ্ধান্ত নেবেন, তা আইনেই বলা রয়েছে। সেই আইন পাল্টানোর জন্য কোর্ট সংসদকে নির্দেশ দিতে পারে না। মামলাটি প্রতিম সিংহরায়ের তরফে দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি যুক্তি দেন, এখানে যিনি সমস্যায় পড়েছেন, তাঁকেই মামলা করতে হবে। অর্থাৎ, মান্নানকেই সরাসরি মামলা করতে হবে। প্রধান বিচারপতির কথা শুনে আইনজীবী বিকাশ ভট্টাচার্য মামলাটি প্রত্যাহার করে নেন।

কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে তুষারকান্তি ভট্টাচার্য, রবিউল ইসলাম, মানস ভুইয়াঁর বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন আব্দুল মান্নান। কোনও ক্ষেত্রেই সিদ্ধান্ত হয়নি বলে তাঁর অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement