ফাইল ছবি।
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দিল্লিতে সরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মা। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে। কী বলল সুপ্রিম কোর্ট, দেখে নেওয়া যাক এক নজরে:
গ্রাফিক— শৌভিক দেবনাথ।
আর্জি খারিজ করে দিয়ে নূপুরকে হাই কোর্টে যেতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।