সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।
হয় কাবেরি নদীর জল ছাড়ো। নইলে কড়া ব্যবস্থার মুখে পড়ার জন্য তৈরি হও। কর্নাটককে কড়া ভষায় সমঝে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য বাড়তি সময় চাওয়ায়, শীর্য আদালতের তিরস্কারের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে চলতি মাসেই তামিলনাড়ুর জন্য কর্নাটককে যত জল ছাড়তে হবে, তার পরিমাণ প্রায় ১০০ কোটি কিউবিক ফুট। জলযুদ্ধে হেরে যাওয়ায় কর্নাটক হতাশ। তামিলনাড়ুতে যুদ্ধজয়ের আনন্দ।
কাবেরির জল নিয়ে দুই রাজ্যের মধ্যে তিক্ততা দীর্ঘ দিনের। তামিলনাড়ুর অভিযোগ, সামনে যেহেতু কর্নাটকের ভোট। তাই রাজনৈতিক কারণেই কাবেরির জলবন্টন বোর্ড গঠন নিয়ে টালবাহানা করছিল কেন্দ্র।
এ দিন মামলাটি উঠলে সুপ্রিম কোর্টের কাছ থেকে ১০ দিন সময় চায় কেন্দ্র। আদালতে কেন্দ্রের তরফ থেকে বলা হয়, কর্নাটকের ভোট নিয়ে প্রধানমন্ত্রী ও রাজ্যের অন্য মন্ত্রীরা ব্যস্ত রয়েছেন। তাই বাড়তি সময় দরকার। এ কথায় উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি প্রশ্ন তোলেন, কাবেরির জল বন্টনের নিষ্পত্তি করার ক্ষেত্রে রাজ্যের কোনও ভূমিকা নেই। কেন্দ্র এত দিন কী করছিল?
আরও খবর: ধুলোঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরপ্রদেশ-রাজস্থান, মৃত অন্তত ৭০
আরও খবর: দূষণে সেরা চোদ্দো শহরই ভারতের
কাবেরির জলবন্টন নিয়ে টালবাহানার অভিযোগে আগেও কেন্দ্রকে কড়া সমালোচনার মুখেপড়তে হয়েছিল। কিন্তু, এবার শুধু কেন্দ্র নয়, তোপের মুখে কর্নাটক সরকারও। কাবেরির জল না ছাড়লে যে কর্নাটকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা সাফ জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।