সুনীল অরোরা।— ফাইল চিত্র।
পাঁচ রাজ্যে নির্বাচনের মধ্যেই মেয়াদ ফুরোচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়তের। ৭ ডিসেম্বর তেলঙ্গানা ও রাজস্থানের বিধানসভা ভোট। ১১ তারিখে পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশ। তার আগে ডিসেম্বরের ২ তারিখে রাওয়তের হাত থেকে দায়িত্ব নেবেন আর এক নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সোমবার শীর্ষ পদে অরোরার নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
গত বছর সেপ্টেম্বরে নসীম জৈদী অবসর নেওয়ার পরে রাওয়ত মুখ্য নির্বাচন কমিশনার হন। আর তাঁর জায়গায় নির্বাচন কমিশনার পদে আসেন ১৯৮০-র ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস সুনীল অরোরা। তথ্য ও সম্প্রচার সচিবের দায়িত্ব পালন করেছে ৬২ বছরের অরোরা। সামলেছেন অর্থ, বয়ন ও যোজনা কমিশনের নানা গুরুত্বপূর্ণ পদ। যুগ্মসচিব ছিলেন বিমান মন্ত্রকে।
ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়্যারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন পাঁচ বছর। তিন বছর মেয়াদে এই পদে নিযুক্ত হলেও পরে তা আরও দু’বছর বাড়ানো হয়।
ওমপ্রকাশ রাওয়ত মুখ্য নির্বাচন কমিশনার পদে এসে ইভিএম-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছতে ভিভিপ্যাট ব্যবহারে উদ্যোগী হন। ভুয়ো খবর মোকাবিলায়ও সচেষ্ট হন।
নির্বাচন চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার পরিবর্তনের নজির বিশেষ না থাকলেও একে অস্বাভাবিক বলে মনে করছেন না আমলারা। তবে নতুন নির্বাচন কমিশনার কে হবেন, কংগ্রেস এখন সে দিকেই নজর রাখছে।