যুবকের মৃত্যু ঘিরে রহস্য। প্রতীকী চিত্র।
গোদাবরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যুবক। এমনটাই দাবি করেছে তেলঙ্গানা পুলিশ। অন্য দিকে, মৃতের বাবার দাবি, কয়েক মাস আগে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন ছেলে। সেই আন্দোলন হিংসাত্মক চেহারা নেয়। সেকেন্দরাবাদে স্টেশন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেই থেকে ছেলে ভয়ে ভয়ে ছিল। পুলিশকেও ওই যুবকের বাবা জানান, সম্প্রতি ছেলে ভয় পেত যে, তাকে গ্রেফতার করা হবে। তার পরেই এই মৃত্যুর ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গোদাবরী গঙ্গার ঘাট থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প ঘিরে তোলপাড় শুরু হয় গোটা দেশে। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পের বিরোধিতায় বিহার, উত্তরপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে বিক্ষোভ হয়। একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। হিংসাত্মক আন্দোলন প্রশমিত করতে বিধি শিথিলের পথে হাঁটে সরকার। কিন্তু তার পরও দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়। তার মধ্যে অন্যতম ছিল সেকেন্দরাবাদ।