— প্রতীকী চিত্র।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গোটা বিশ্ব তৎপর। যদিও এখনও কাজের কাজ কিছু হয়নি। এই আবহে নভেম্বরে বসছে দ্বিতীয় ইউক্রেন শান্তি সম্মেলন। কোথায় তা হবে এখনও চূড়ান্ত না হলেও অস্ট্রিয়া আয়োজনে আগ্রহ জানিয়েছে। সেই নভেম্বর বৈঠকে প্রস্তুতি হিসেবে কানাডায় এই মাসে দু’টি সম্মেলন হতে চলেছে । কিন্তু ভারত সেই বৈঠকে যোগ দিচ্ছে না বলে সূত্রের খবর।
এ ব্যাপারে সরকারি ভাবে সাউথ ব্লক কিছু না জানালেও বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডকে ঘিরে ভারত এবং কানাডা সরকারের প্রকাশ্য সংঘাতের কারণেই আসন্ন দু’টি বৈঠক এড়িয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে কানাডার প্রথম বৈঠকটি ছিল এই সপ্তাহেই। পাশাপাশি ছিল বিদেশমন্ত্রীদের বৈঠকও। নয়াদিল্লির পক্ষ থেকে এটুকু বলা হয়েছে, ইউক্রেনের শান্তিসূত্র নিয়ে রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা প্রয়োজনীয়। যে টেবিলে মস্কো নেই, সেখানে আলোচনা এগিয়ে লাভ নেই। এ কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে অগস্ট মাসে তাঁদের বৈঠকে বলেছেন, রাশিয়াকে সঙ্গে না রাখলে সমাধানসূত্রে পৌঁছনো যাবে না।