ইন্দ্রাণীর প্রাক্তন চালককে ক্ষমা কোর্টে

শিনা বরা হত্যা মামলায় বিশেষ সিবিআই আদালত আজ রাজসাক্ষী হিসেবে ঘোষণা করল মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রাক্তন গাড়ির চালক শ্যাম রাইকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৯:৪৬
Share:

শিনা বরা হত্যা মামলায় বিশেষ সিবিআই আদালত আজ রাজসাক্ষী হিসেবে ঘোষণা করল মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রাক্তন গাড়ির চালক শ্যাম রাইকে। ঠাণে সেন্ট্রাল জেলে বন্দি শ্যামকে ক্ষমাও করেছেন বিশেষ বিচারক এইচ এস মহাজন। গত মাসে রাজসাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন শ্যাম। তাঁকে ক্ষমা করে দেওয়া হোক, আর্জিতে সেটাও লিখেছিলেন তিনি। সেই সূত্রেই আজ সিবিআই আদালতের এই ঘোষণা।

Advertisement

বিচারক মহাজন আজ শ্যাম রাইকে বলেন, ‘‘শিনা হত্যাকাণ্ড নিয়ে আপনি যা জানেন, তার সম্পর্কে সব সত্যি বলবেন। কী ঘটেছিল, আপনি কী করেছিলেন এবং বাকিরা কী করেছিল— সবই বলতে হবে। ঠিক আছে?’’ বিচারকের প্রশ্নের উত্তরে ইতিবাচক ঘাড় নাড়েন শ্যাম।

সিবিআই সূত্রে দাবি, যে হেতু শ্যামকে ক্ষমা করা হয়েছে, তাই তিনি এখন আর অভিযুক্ত নন, এই মামলার সাক্ষী। এর আগে
রাজসাক্ষী হতে চেয়ে শ্যাম বলেছিলেন, তিনি সব সত্য সামনে আনতে চান এবং কোনও চাপের মুখে তিনি কিছু করছেন না।

Advertisement

তবে শ্যাম রাজসাক্ষী হতে চায় জেনে শিনা খুনের মামলায় অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নার আইনজীবী প্রাথমিক ভাবে জানিয়েছিলেন, শ্যামের এই স্বীকারোক্তির কোনও প্রভাব তাঁদের মক্কেলদের উপরে পড়বে না। ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইনজীবী কোনও মন্তব্য করেননি। পরে অবশ্য তাঁরা শ্যামের আবেদনের বিরোধিতা করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement