Oil Price

‘অযৌক্তিক’ তেলের দাম কমানোর দাবি সনিয়ার

সনিয়ার অভিযোগ, প্রতিকূল অবস্থাতেও কেন্দ্রীয় সরকার দেশবাসীকে স্বস্তি দেওয়ার বদলে তেলের দাম বাড়িয়ে মুনাফা করতে চাইছে।

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১৫:৩৯
Share:

তেলের দাম বৃদ্ধি নিয়ে তোপ সনিয়া গাঁধীর। —ফাইল চিত্র

করোনা-সঙ্কটের মধ্যেও যে ভাবে দেশে তেলের দাম বেড়ে চলেছে তা ‘পুরোপুরি অযৌক্তিক’ বলে দাবি করলেন সনিয়া গাঁধী। কংগ্রেস সভানেত্রী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে অবিলম্বে পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তুলেছেন।

Advertisement

সনিয়া লিখেছেন, ‘‘কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে অর্থনীতিতে যে ধাক্কা এসেছে, তার ফলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। ছোট ব্যবসায়ী, মধ্যবিত্ত শ্রেণি এমনকি, খরিফ চাষের মরসুমে কৃষকরাও ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে জ্বালানী তেলের দাম বাড়ানোর কোনও কারণই খুঁজে পাচ্ছি না।’’

সনিয়ার অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে মানুষের হাতে টাকার জোগান কমেছে। কিন্তু এই প্রতিকূল অবস্থাতেও কেন্দ্রীয় সরকার দেশবাসীকে স্বস্তি দেওয়ার বদলে তেলের দাম বাড়িয়ে মুনাফা করতে চাইছে। কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ব জুড়ে তেলের ব্যবসায় ধস এবং গত সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৯ শতাংশ কমার প্রসঙ্গও উল্লেখ করেছেন চিঠিতে। প্রশ্ন তুলেছেন, এই পরিস্থিতিতেও কেন তেলের উপর উচ্চহারের জিএসটি ভার কিছুটা কমিয়ে গরিবদের রেহাই দেওয়ার পথে কেন্দ্র হাঁটবে না।

Advertisement

আরও পড়ুন: ভারত-চিন সংঘর্ষ লাদাখে, হত ৩ ভারতীয় সেনা, হতাহত ওপক্ষেও

আরও পড়ুন: সুশান্তের আত্মহত্যার পিছনে পেশাগত রেষারেষি! তদন্ত হবে, জানালেন মন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement