বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক সনিয়ার। ছবি: সংগৃহীত
নীতীশ কুমার ফের বিজেপির সঙ্গ নিয়েছেন। এর পরে উপরাষ্ট্রপতি নির্বাচনেও ফাটল আরও স্পষ্ট হয়েছে বিরোধী শিবিরে। এই অবস্থায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনে নামতে চায় বিরোধী দলগুলি। এ জন্য আগামী ১১ অগস্ট দিল্লিতে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসতে চান সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। মোদী সরকারের ‘প্রতিহিংসা’-র মনোভাবের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে এই আলোচনায় থাকবেন লালু প্রসাদও।
আজই সনিয়া গাঁধী এই বৈঠকের বিষয়ে মমতাকে বার্তা দিয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে অনেকগুলি বিরোধী দল এক ছাতার নীচে এসেছে। এ বার বাদল অধিবেশনের পরে তাদের নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছেন সনিয়া-মমতারা। সংসদের অধিবেশন ১২ অগস্ট শেষ হচ্ছে। তার এক দিন আগেই দিল্লির বৈঠকে মায়াবতী, অখিলেশ যাদব, শরদ পওয়ার, নবীন পট্টনায়কদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ডাকা হচ্ছে ডিএমকে এবং বামেদেরও।
আরও পড়ুন: মণিপুরে রাখি নিয়ে ভুয়ো নির্দেশে ভয়
মোদী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে চেয়ে কিছু দিন আগেই রাহুল গাঁধী আলোচনা চালিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে। নীতীশ তখন তাঁকে প্রস্তাব দেন, পটনায় ২৮ অগস্ট লালু প্রসাদের জনসভায় তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। কারণ, দুর্নীতির অভিযোগ নিয়ে লালুর পরিবারের সঙ্গে তাঁর মতভেদ হচ্ছে। তবে রাহুল যদি ১১-১২ অগস্ট নাগাদ চাষিদের স্বার্থকে তুলে ধরতে কোনও জনসভা করতে চান, তা হলে তিনি সেখানে হাজির থাকতে পারেন। কিন্তু নীতীশ বিজেপির সঙ্গে চলে যাওয়ার পরে চাষিদের নিয়ে সভা হচ্ছে না এখনই। তবে বিরোধী শিবিরের রণনীতি ঠিক করার জন্য এই সময়টিকেই বেছে নিয়েছেন কংগ্রেস সভানেত্রী।