ফাইল চিত্র।
মনমোহন সিংহের জমানায় একশো দিনের কাজের প্রকল্প চালুর পিছনে সনিয়া গাঁধীই প্রধান ভূমিকা নিয়েছিলেন। এ বার শহর থেকে গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের সাহায্যে সেই একশো দিনের কাজ বা মনরেগা-কেই ব্যবহার করার দাবি তুললেন সনিয়া। আজ এক নিবন্ধে সনিয়া লিখেছেন, ‘গাত্রদাহ সত্ত্বেও মোদী সরকার এই প্রকল্পের গুরুত্ব বুঝেছে। আমার আর্জি, এটা রাজনীতি করার সময় নয়। বিজেপি বনাম কংগ্রেসের বিষয়ও নয়। আপনাদের হাতে একটা শক্তিশালী ব্যবস্থা রয়েছে। মানুষকে সাহায্য করতে তা কাজে লাগান।’ নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে মনরেগা-কে ‘গর্ত খোঁড়ার প্রকল্প’ অভিধা দিয়ে একে কংগ্রেসের ব্যর্থতার স্মারক বলেছিলেন।
সনিয়ার যুক্তি, সরকার হেয় করতে চাইলেও এই প্রকল্পের মূল্য প্রমাণিত। কংগ্রেস আজ দাবি তুলেছে, মনরেগা-য় আরও বরাদ্দ এবং কাজের দিন বাড়ানো হোক। কিন্তু মোদী সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের দাবি, “এখনও এ নিয়ে ভাবার সময় আসেনি। আগে রাজ্যগুলি ১০০ দিনই কাজ করাক।’’