ফাইল চিত্র।
ফের মাওবাদী হামলা ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁয়া জেলায়। তাদের গুলিতে নিহত হয়েছেন ৫ জন পুলিশ। তিরুলডিহি থানা এলাকার কুকুড়ু গ্রামে শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে কুকুড়ুতে সাপ্তাহিক হাট বসেছিল। হাটে টহল দিচ্ছিল পুলিশ। ৮ থেকে ১০ জন মাওবাদীর একটি দল বাজারে এসে পুলিশদের ঘিরে ধরে গুলি চালায়। দু’জন এএসআই ও তিন জন কনস্টেবল মারা যান। মাওবাদীরা নিহত পুলিশদের আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে গিয়েছে। গত ২৭ মে সরাইকেলা খরসোঁয়াতেই মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটালে ৮ জন কোবরা জওয়ান নিহত হন। জখম হন ১৫ জন। এক মাসের মধ্যে পরপর দু’টি বড়সড় হামলায় রীতিমতো চিন্তায় ঝাড়খণ্ডের পুলিশ প্রশাসন।
অন্য দিকে, ২৭ তারিখের হামলায় জখম অসমের এক কোবরা জওয়ানের মৃত্যু হয়েছে গত কাল রাতে। সুনীল কলিতা নামে ওই জওয়ান দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন। তাঁর পরিস্থিতির অবনতি হয় সম্প্রতি। দু’মাস আগে বিয়ে হয়েছিল কোবরা রেজিমেন্টের কমান্ডো সুনীলের। রাজ্য সরকার তাঁর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।