—প্রতিনিধিত্বমূলক চিত্র।
জম্মু এবং কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে প্রাণ হারালেন এক জওয়ান। সোমবার রাত থেকে পুঞ্চ জেলায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় চলছিল। তাতেই আহত হন ল্যান্স নাইক সুভাষ কুমার। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের কয়েক জনও হতাহত হয়েছেন। তবে কত জন, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত সেনার দেহের ময়নাতদন্ত হয়েছে। তার পর পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে। পুঞ্চের গোটা এলাকায় তল্লাশি চলছে। গত কয়েক মাস ধরে জম্মু এবং কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অনুপ্রবেশের চেষ্টা চলছে। বেশ কয়েক বার সেই চেষ্টা ভেস্তে দিয়েছে সেনাবাহিনী। চলেছে গুলির লড়াই।
অন্য দিকে মঙ্গলবার কুপওয়ারায় এনকাউন্টার শুরু করেছে সেনাবাহিনী। বিশেষ সূত্রে সেনাবাহিনী খবর পেয়েছে, ওই এলাকায় দু’ থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তার পরেই শুরু করেছে তল্লাশি অভিযান। তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি করেন জওয়ানেরা। প্রতিবেদন লেখার সময় সেই গুলি বিনিময় চলছে বলেই খবর।