—ফাইল চিত্র।
সমাজকর্মী স্বামী অগ্নিবেশ (৮০) শুক্রবার প্রয়াত হয়েছেন। দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসে তাঁর লিভার সিরোসিসের চিকিৎসা চলছিল। একাধিক অঙ্গ বিকল হওয়ায় ভেন্টিলেটরে ছিলেন। এ দিন সন্ধ্যা ৬টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ টুইটারে লেখেন, ‘‘দু’বছর আগে ঝাড়খণ্ডে বিজেপি-আরএসএস তাঁকে পিটিয়ে মারতে চেয়েছিল। তখনই লিভার ক্ষতিগ্রস্ত হয়।’’ ২০১৮ সালে পাকুড়ে একটি সভায় যোগ দিতে গিয়ে আক্রান্ত হন অগ্নিবেশ।
অগ্নিবেশের জন্ম অন্ধ্রের শ্রীকাকুলামে, ১৯৩৯ সালের ২১ সেপ্টেম্বর। সন্ন্যাস-পূর্ব নাম ভেপা শ্যাম রাও। আইন ও বাণিজ্যের ডিগ্রি নিয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ম্যানেজমেন্টের শিক্ষকের পদে যোগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সব্যসাচী মুখোপাধ্যায়ের জুনিয়র হিসেবেও কিছু দিন কাজ করেছেন। সুন্দর বাংলা বলতেন। ২৮ বছর বয়সে চাকরিজীবন পিছনে ফেলে সামাজিক কাজকর্মেই পুরোপুরি মন দেন। আর্য সমাজের নীতির ভিত্তিতে ‘আর্য সভা’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। হরিয়ানার বিধায়কও হন। দুর্নীতি-বিরোধী আন্দোলন, ভ্রূণহত্যা রোখা, মাওবাদী দমন অভিযানের জেরে সাধারণ গ্রামবাসীদের দুর্দশা দূর মতো বিষয় নিয়ে কাজ করেছেন আজীবন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী ও শশী তারুর।