পুণ্যস্নানের পর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ছবি: তাঁর টুইট থেকে নেওয়া।
ভোর ভোর গঙ্গার হিমশীতল জলে ডুব দিয়ে শাহি স্নানের ছবি পোস্ট করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।
আজ, মঙ্গলবার থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে কুম্ভ মেলা। মকরসংক্রান্তিতে ভোর ৪টে থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত। এ দিন কুম্ভে প্রায় ১২ কোটি মানুষের সমাগম হয়েছে পুণ্যস্নানের জন্য। প্রচুর ভিআইপিও পুণ্যস্নানের জন্য জড়ো হয়েছেন কুম্ভমেলায়। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তেমন এক ভিআইপি পুণ্যার্থী।
এ দিন ভোরে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র মিলনস্থলে ডুব দেন স্মৃতি ইরানি। পরে তিনি নিজের পুণ্যস্নানের ছবি টুইট করেন। তার ক্যাপশনে লেখেন, ‘হর হর গঙ্গে’।
আরও পড়ুন: পুণ্যস্নানে গিয়ে গঙ্গাসাগরে মৃত ৪
প্রতি বারের মতো এ বারেও মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন আখড়া। ১৩টি আখড়ার মধ্যে সাতটি শৈব এবং তিনটি করে বৈষ্ণব ও উদাসীন গোত্রের আখড়া বসেছে এ বারের কুম্ভের মেলায়।