আফতাবের এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ছবি: সংগৃহীত।
প্রতি মুহূর্তে কড়া নজরে রাখা হয়েছে দিল্লির ‘সাইকো কিলার’ আফতাব আমিন পুনাওয়ালাকে। গারদের পিছনে আরও দু’জন বন্দির সঙ্গে এক সেলে রয়েছেন আফতাব। বান্ধবীকে ঠান্ডা মাথায় কচুকাটা করে সেই টুকরো জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে আপাতত পুলিশের জালে আফতাব।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গারদের বাইরে রয়েছেন এক জন প্রহরী। ২৮ বছরের আফতাব কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। দক্ষিণ দিল্লির মেহরৌলি থানার ছবি।
ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, কয়েক জন পুলিশ অফিসার ঘোরাঘুরি করছেন। আপাতত আরও পাঁচ দিন এই জেলেই থাকবেন আফতাব। তার পর আবার তাঁকে কোর্টে হাজির করানো হবে।
দক্ষিণ দিল্লির অতিরিক্ত ডিসিপি-১ অঙ্কিত চৌহান বলেছেন, মুম্বইতে একটি ‘ডেটিং অ্যাপের’ মাধ্যমে পরিচয় হয়েছিল শ্রদ্ধা এবং আফতাবের। তাঁরা তিন বছর ধরে একত্রবাস করছিলেন এবং দিল্লিতে চলে গিয়েছিলেন। দিল্লিতে চলে যাওয়ার পরই, আফতাবকে বিয়ের কথা বলতে থাকেন শ্রদ্ধা। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হত এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এর পর ১৮ মে আফতাব নিজের মেজাজ হারিয়ে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করেন।
ওয়েব সিরিজ ‘ডেক্সটার’ দেখে অনুপ্রাণিত হয়ে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করেন অভিযুক্ত আফতাব। এর পর ছতরপুর ছিটমহলের জঙ্গলের বিভিন্ন জায়গায় সেই টুকরোগুলি ফেলে দেন। দিল্লি পুলিশ শনিবার আফতাবকে গ্রেফতার করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।