ফাইল চিত্র
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই বুলেট ট্রেনের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। তিন বছর অতীত। এ বার কি চাকা গড়াবে বুলেট ট্রেনের?
আগামী মাসেই ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সম্ভবত সেই সময়ই নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় উঠতে পারে বুলেট ট্রেনের প্রসঙ্গ। ফলে খুব শীঘ্রই সবুজ সিগন্যাল দেখার আশায় বুলেট ট্রেন।
পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক স্তরে মুম্বই থেকে আমদাবাদের মধ্যে বসবে বুলেট ট্রেনের লাইন। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। ফলে ৫০৮ কিলোমিটার যে পথ অতিক্রম করতে এখন সময় লাগে সাত ঘণ্টা মতো, সেটাই কমে দাঁড়াবে দু’ঘণ্টায়। গোটা পথটিতে থাকবে ১২টি স্টেশন। বান্দ্রা থেকে কুরলা পর্যন্ত এই ট্রেন সমুদ্রের নীচ দিয়ে যাবে। প্রাথমিক ভাবে প্রজেক্টের খরচ ধরা হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা।
আরও পড়ুন: বুলেট ট্রেনে কলকাতা-দিল্লি মাত্র ৪ ঘণ্টা ৫৬ মিনিটে! খসড়া তৈরি