বিরোধীদের প্রতিবাদ তো ছিলই, নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ এ বার এল ঘর থেকেই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রতিবাদের মঞ্চ হিসাবে বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে।
সম্প্রতি কেন্দ্রের তরফে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৯৩ শতাংশ মানুষ নোট বাতিলের পক্ষে। এই সমীক্ষার ফলাফলকেই কটাক্ষ করেছেন শত্রুঘ্ন।
বৃহস্পতিবার টুইটারে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে এক হাত নিয়ে শত্রুঘ্ন লেখেন, “আমরা কি মুর্খের স্বর্গে বাস করছি! কিছু বানানো গল্প এবং কাল্পনিক সমীক্ষার ফলাফলকে বিশ্বাস করতে বলা হচ্ছে। সকলের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। খেটে খাওয়া সাধারণ মানুষদের কথা ভাবেননি প্রধানমন্ত্রী।”
দলীয় সাংসদের এই মন্তব্যের বিরোধিতা করেছে তার দলই। বিজেপি মুখপাত্র মঙ্গল পাণ্ডে বলেন, “প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পছন্দ না হলে শত্রুঘ্নর উচিত বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া।”
তবে এই প্রথম নয়। নিজের দল এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও সুর চড়িয়েছেন বিহারীবাবু। প্রধানমন্ত্রিত্বের জন্য আডবাণীই যোগ্যতম বলে দলকে প্রবল অস্বস্তিতে ফেলেছিলেন পটনা সাহিবের এই সাংসদ।
এক পদ এক পেনশন-এর দাবিতে প্রাক্তন সেনাপ্রধান রাম কিষাণ গ্রেওয়ালের আত্মহত্যার পরও দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। রাম কিষাণের মৃত্যুর বিষয়টা নিয়ে দিল্লির আরও পরিণত পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন শত্রুঘ্ন।
আরও পড়ুন: ‘ঐতিহাসিক অব্যবস্থায় দেশ’, রাজ্যসভায় মোদী বিদ্ধ মনমোহন বাণে