শত্রুঘ্ন সিন্হা। ফাইল চিত্র
শত্রুঘ্ন সিন্হা আর ‘ভিআইপি’ নন। অন্তত পটনা বিমানবন্দর তাই জানিয়েছে।
পটনা বিমানবন্দরের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ‘ভিআইপি’ তকমা দেওয়া হবে না।
পটনার জয় প্রকাশ নারায়ণ বিমানবন্দরের অধিকর্তা রাজেন্দ্র সিং লাহৌরিয়া বলেন, শত্রুঘ্ন সিন্হাকে নিরাপত্তা চেকিংয়ে সমস্যা ও বেশ কিছুক্ষণ বার নানা তর্কাতর্কির জন্য এর আগেই বিমানবন্দরের তরফে ‘ভিআইপি’ মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বলিউড অভিনেতা, চিত্রনাট্যকার কাদের খান প্রয়াত
প্রাক্তন মন্ত্রী শত্রুঘ্ন সিন্হাকে আগে টারম্যাক পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি ছিল, কিন্তু পরবর্তীতে সেই অনুমতি আর নেই বলেই জানানো হয় বিমানবন্দরের তরফে।
আরও পড়ুন: প্রভাস থেকে অনুষ্কা, রাজামৌলির ছেলের বিয়েতে তারকাদের ‘বাহুবলী’ সমাবেশ
গাড়ি ঢুকতে না দেওয়া নিয়েই বিতর্ক হয়েছিল। কারণ শত্রুঘ্ন সিন্হার গাড়ি ২০১৮ সালের বছরের জুন মাস পর্যন্ত টারম্যাকে প্রবেশের অনুমতি ছিল, এমনটাই জানান লৌহারিয়া। কিন্তু প্রাক্তন মন্ত্রীর তরফে বলা হয়, টারম্যাকে গাড়ি প্রবেশের অনুমতি সম্প্রসারণ করা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশিকার সম্প্রসারণের কথা তাঁরা জানতেন না।