দীনেশ মজুমদার ভবনে কর্মসূচি ঘোষণায় এসএফআই নেতৃত্ব। নিজস্ব চিত্র।
মোদী সরকারের জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে বিকল্প শিক্ষানীতি তৈরি করবে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সেই কাজে শিক্ষাবিদদের পাশাপাশি বাংলার প্রাক্তন এবং কেরলের বর্তমান শিক্ষামন্ত্রীর পরামর্শ নেওয়া হবে। রাজ্যে ছাত্র-ছাত্রীদের কাছেও মতামত চাওয়া হচ্ছে। কলেজ স্ট্রিটে আগামী ২ সেপ্টেম্বর ছাত্র সমাবেশের মঞ্চে বিকল্প শিক্ষানীতি প্রকাশ করা হবে। ‘শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ ডাক দিয়ে গত ১ অগস্ট থেকে শুরু হয়েছে এসএফআইয়ের সর্বভারতীয় জাঠা। পূর্বাঞ্চলে ত্রিপুরা ও বিহার থেকে দু’টি জাঠার বাংলায় প্রবেশ করার কথা যথাক্রমে ১৯ ও ২০ অগস্ট। রাজ্যের নানা জেলা ঘুরে দুই জাঠার কলকাতা ঢোকার কথা আগামী ১ সেপ্টেম্বর। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান বৃহস্পতিবার দীনেশ মজুমদার ভবনে ঘোষণা করেছেন, জাঠাকে কেন্দ্র করে মাস জুড়ে নানা কর্মসূচি চলবে। প্রচুর সভা-মিছিলের পাশাপাশি স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে বিপ্লবীদেরও স্মরণ করা হবে। কেন্দ্রীয় স্লোগান ছাড়াও বাংলায় তাঁরা ডাক দিয়েছেন, ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’। চার দিনের জন্য এসএফআইয়ের ডিজ়িটাল সেমিনার চলছে শ্যামল চক্রবর্তী-সুভাষ চক্রবর্তী স্মরণে।