Prayagraj Accident

কুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কায় দুমড়ে গেল গাড়ি! অন্তত ১০ পুণ্যার্থীর মৃত্যু প্রয়াগরাজে, আহত ১৯

উত্তরপ্রদেশে মির্জ়াপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়ে বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে ছিলেন ছত্তীসগঢ়ের ১০ পুণ্যার্থী। তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৯
Share:
প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি।

প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। একটি বাসের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে গিয়েছে চার চাকার গাড়িটি। তাতে ১০ জন ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় জখম আরও অন্তত ১৯ জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে আধিকারিকদের পাঠিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধারকাজ চলছে।

Advertisement

শুক্রবার বেশি রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বোলেরো গাড়িটিতে যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই ছত্তীসগঢ়ের বাসিন্দা। উত্তরপ্রদেশে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন বলে মহাকুম্ভের উদ্দেশে রওনা দিয়েছিলেন। যে বাসটির সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়, তাতেও পুণ্যার্থীরা ছিলেন। পুণ্যস্নানের পর কুম্ভ থেকে পুণ্যার্থীদের নিয়ে মধ্যপ্রদেশের রাজগড়ের দিকে যাচ্ছিল বাসটি। বাসের যাত্রীরাও আহত হয়েছেন। ১৯ জনকে ভর্তি করানো হয়েছে রামনগরের হাসপাতালে।

মির্জ়াপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়ে বাসের সঙ্গে গাড়িটির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়েরাই। পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা আসেন। কী ভাবে এই দুর্ঘটনা, এখনও স্পষ্ট নয়।

Advertisement

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। কোনও ভাবেই যাতে আহতদের চিকিৎসায় সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের তিনি নির্দেশও দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement