Car Accident in Madhya Pradesh

কুম্ভ থেকে ফেরার পথে মধ্যপ্রদেশে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয় পুণ্যার্থী, আহত আরও দুই

পুণ্যার্থীরা সকলেই কর্নাটকের বেলাগাভি জেলার বাসিন্দা। গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা সকলেই একটি জিপ ভাড়া করে বেলাগাভি থেকে প্রয়াগরাজ যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৪
Share:

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল অন্তত ছ’জন পুণ্যার্থীর। আহত আরও দু’জন। একটি জিপে চেপে ফিরছিলেন তাঁরা। সোমবার সকালে মধ্যপ্রদেশের জবলপুরে একটি বাসের সঙ্গে ধাক্কায় উল্টে যায় জিপটি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীরা সকলেই কর্নাটকের বেলাগাভি জেলার বাসিন্দা। গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা সকলেই একটি জিপ ভাড়া করে বেলাগাভি থেকে প্রয়াগরাজ যান। সেখানে পুণ্যস্নান সেরে বাড়ি ফিরছিলেন সকলে। ফেরার পথে জবলপুরের খিতোলা থানা এলাকার পাহরেভা গ্রামের কাছে দুর্ঘটনার মুখে পড়ে জিপটি। কী ভাবে দুর্ঘটনা ঘটল? জবলপুরের কালেক্টর দীপক সাক্সেনা জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে অনুমান, জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। প্রথমে জিপটি জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। পরে সেটি রাস্তার মাঝখানে চলে আসে। তখন উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।

ঘটনাস্থলেই ছ’জন পুণ্যার্থীর মৃত্যু হয়। অন্য দু’জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শিহোরার একটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জবলপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। দুর্ঘটনা নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পরে দুর্ঘটনাস্থলে যান কালেক্টর এবং পুলিশ সুপার।

Advertisement

উল্লেখ্য, চলতি মাসে এই জবলপুরেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাত পুণ্যার্থীর। তাঁরাও প্রয়াগরাজে কুম্ভে পুণ্যস্নান সেরে ফিরছিলেন। একটি ছোট বাসে করে অন্ধ্রপ্রদেশ থেকে কুম্ভে গিয়েছিল প্রায় ২৫ জনের একটি দল। ফেরার পথে শিহোরার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement