Seven Maoists Killed

ছত্তীসগঢ়ের অবুঝমাঢ়ে আবার এনকাউন্টার, সাত ঘণ্টার অভিযানে নিহত সাত মাওবাদী

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সাত জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে গেরিলা বাহিনী (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র পোশাক ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪১
Share:

বৃহস্পতিবার বস্তার জেলায় এনকাউন্টারে নিহত হয়েছেন সাত জন মাওবাদী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছত্তীসগঢ়ের বস্তার অঞ্চলের অবুঝমাঢ়ে আবার পুলিশের সঙ্গে সংঘর্ষ মাওবাদীদের, যা চলেছে প্রায় সাত ঘণ্টা। বৃহস্পতিবার এনকাউন্টারে নিহত হয়েছেন সাত জন মাওবাদী। বৃহস্পতিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সাংবাদিক বৈঠক করে অবুঝমাঢ়ে পুলিশ এবং মাওবাদীদের সংঘর্ষের এই খবর জানিয়েছেন। পুলিশের তরফে সকাল ১০টায় জানানো হয়েছে, তখনও এনকাউন্টার চলছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের থেকে জানা গিয়েছিল অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছেন। তার পরেই বৃহস্পতিবার ভোরে ওই জঙ্গলে অভিযানে নেমেছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। বস্তার পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ভোর ৩টে থেকে শুরু হয়েছে এনকাউন্টার।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সাত জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে গেরিলা বাহিনী (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র পোশাক ছিল। মাওবাদীদের সশস্ত্র শাখা হল এই গেরিলা বাহিনী। মুখ্যমন্ত্রী বিষ্ণু জানিয়েছেন, বিজেপি রাজ্যে এক বছর হল ক্ষমতায় এসেছে। যা ভাল কাজ, সব এই সময়েই হয়েছে।

Advertisement

চলতি বছরে অবুঝমাঢ়ে মাওবাদীদের ধরতে বেশ কয়েকটি অভিযান করেছে বাহিনী। এই ‘মাঢ় বাঁচাও অভিযান’-এ নিহত হয়েছেন প্রায় ১০০ জন মাওবাদী। গত অক্টোবরে একটি অভিযানে দক্ষিণ অবুঝমাঢ়ে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement