নিজের কলুষ নিজেই ধোয় গঙ্গা? গবেষণায় বিপুল অর্থ দিল কেন্দ্র

নিজের ‘কলুষ’ নিজেই নষ্ট করে গঙ্গা! একটি গবেষণায় এই তথ্য মেলায় কেন্দ্রে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার এতটাই উৎসাহিত হয়ে পড়েছে যে, সেই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে বরাদ্দ করা হয়েছে দেড়শো কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ২০:৩৭
Share:

নিজের ‘কলুষ’ নিজেই নষ্ট করে গঙ্গা!

Advertisement

একটি গবেষণায় এই তথ্য মেলায় কেন্দ্রে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার এতটাই উৎসাহিত হয়ে পড়েছে যে, সেই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে বরাদ্দ করা হয়েছে দেড়শো কোটি টাকা।

বেশ কিছু দিন আগে ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ও কানপুর আইআইটি-র এক গবেষণা জানিয়েছিল, গঙ্গার জলেই এমন এক ধরনের ভাইরাস রয়েছে, যা দূষণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে।

Advertisement

ব্যাস, সেটাই এখন হাতিয়ার হয়ে গিয়েছে বিজেপি নেতা, মন্ত্রীদের! গঙ্গাজলকে ‘পবিত্র’ প্রমাণ করার জন্য তাঁরা বিজ্ঞানীদের কাছ থেকেই একটা ‘হাতিয়ার’ পেয়ে গিয়েছেন!

কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী বলেছেন, ‘‘আমাদের শরীর-স্বাস্থ্যের ওপর গঙ্গাজলের কী কী প্রভাব রয়েছে, ছয় মাসের মধ্যেই তা নিয়ে আমরা একটি গবেষণার ফলাফল প্রকাশ করব।’’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, ‘‘কেউ যখন হরিদ্বারে যান, তখন তাঁকে সেখান থেকে গঙ্গাজল নিয়ে আসতে বলা হয়। ওই জল অনেক দিন রেখে দেওয়ার জন্য। তাঁদের বিশ্বাস বহু দিন ঘরে রেখে দিলেও গঙ্গাজল নষ্ট হয় না। এটা কেন হয়, আমরা চাইছি, তা এ বার বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement