NEET

NEET Scam: ২০ লক্ষ টাকা দিলে ডাক্তারিতে নিশ্চিত আসন! চক্রের খোঁজ পেল সিবিআই

আসল পরীক্ষার্থীর বদলে ভুয়ো পরীক্ষার্থীকে পাঠানো হত নিট পরীক্ষা দিতে। বদলে নেওয়া হত ২০ লক্ষ টাকা। সেই চক্রের হদিস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:৩৪
Share:

সোমবার সিবিআই আট জনকে গ্রেফতার করে এই চক্রের হদিস পেল।

প্রবেশিকা পরীক্ষা নিট-এ সফল হয়ে ডাক্তারিতে ‘নিশ্চিত’ আসন! বদলে দিতে হবে ২০ লক্ষ টাকা। এ সবের ব্যবস্থা করে দিচ্ছিল একটি চক্র। সোমবার সিবিআই আট জনকে গ্রেফতার করে এই চক্রের হদিস পেল। চার রাজ্যে চলছিল এই কারবার।

Advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ডাক্তারি পাঠক্রমে এক জনকে ভর্তি করানোর পরিবর্তে ২০ লক্ষ টাকা দাবি করত ওই চক্র। আসল পরীক্ষার্থীর হয়ে যে নিট পরীক্ষা দিত, তাকে দেওয়া হত পাঁচ লক্ষ টাকা। বাকি টাকা ভাগ করে নিত দালাল এবং অন্যরা।

সোমবার দিল্লি থেকে আট জনকে গ্রেফতার করে সিবিআই। তাদের মধ্যে ছ’জনই আসল পরীক্ষার্থীর বদলে নিট পরীক্ষায় বসত। আর এই চক্রের মাথা হলেন সুশীল রঞ্জন নামের এক ব্যক্তি। তিনি দিল্লির সফদরজংয়ের বাসিন্দা। তিনিই ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পাঠাতেন। বদলে আসল পরীক্ষার্থীদের থেকে টাকা নিতেন। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্রে রমরমিয়ে চলছিল এই চক্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement