Madhya Pradesh

ক্লাসে নাম ডাকলে এ বার থেকে বলতে হবে ‘জয় হিন্দ’!

ক্লাসে নিজেদের উপস্থিতি জানান দিতে নাম ডাকার সময় এ বার থেকে ছাত্রছাত্রীদের বলতে হবে ‘জয় হিন্দ’। এমনই নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় শাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫১
Share:

—প্রতীকী চিত্র।

ক্লাসে মাস্টারমশাই অ্যাটেনডেন্স রেজিস্টারের খাতা দেখে নাম ডাকছেন। উপস্থিত পড়ুয়ারা ‘উপস্থিত’ বা ‘ইয়েস স্যর’ বলে সাড়া দিচ্ছে। ছোটবেলা থেকে এই ছবিটা আমাদের সকলেরই চেনা। কিন্তু আগামী ১ অক্টোবর থেকে এই চেনা ছবিটা বদলাতে চলেছে মধ্যপ্রদেশে। কারণ, ক্লাসে নিজেদের উপস্থিতি জানান দিতে নাম ডাকার সময় এ বার থেকে ছাত্রছাত্রীদের বলতে হবে ‘জয় হিন্দ’। এমনই নির্দেশ দিয়েছেন সে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় শাহ।

Advertisement

কেন এমন নির্দেশ?

ছোট থেকেই স্কুল পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “পরবর্তী কালে এই নিয়ম বেসরকারি স্কুলগুলিতেও চালু করা হবে।” তিনি আরও জানান, আগামী দিনে শহিদদের নামে সব সরকারি হাইস্কুলগুলির নামকরণ করার কথাও ভাবা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:
এ মাসের শেষেই কি নতুন দল গড়ছেন কমল হাসন?

মোদীর জন্মদিনে ‘সেবা দিবস’ পালন করছে সরকার

স্কুলে এ ধরনের নিয়ম চালু করার ঘটনা নতুন নয়। এর আগে শিবরাজ সিংহ চৌহানও যোগ-অভ্যাসকে স্কুলের পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছেন। শুধু মধ্যপ্রদেশেই নয়, রাজস্থান এবং ছত্তীসগঢ়েও যোগকে স্কুলের পাঠক্রমে রাখা হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছেবিভিন্ন মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement