বিহার ফের শুখা

পটনা হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

পটনা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে বিহারে মদের উপর সরকারি নিষেধাজ্ঞা আপাতত বলবৎই রাখল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যাঁদের আবেদনের ভিত্তিতে পটনা হাইকোর্ট ওই সরকারি নিষেধাজ্ঞাকে সংবিধান-বিরোধী আখ্যা দিয়ে তা খারিজ করেছিল, তাঁদের নোটিস দিয়ে আগামী আট সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলল বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০৩:৪১
Share:

পটনা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে বিহারে মদের উপর সরকারি নিষেধাজ্ঞা আপাতত বলবৎই রাখল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যাঁদের আবেদনের ভিত্তিতে পটনা হাইকোর্ট ওই সরকারি নিষেধাজ্ঞাকে সংবিধান-বিরোধী আখ্যা দিয়ে তা খারিজ করেছিল, তাঁদের নোটিস দিয়ে আগামী আট সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলল বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ। আট সপ্তাহ পরে এই আবেদনের শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।

Advertisement

চলতি বছরের ৫ এপ্রিল বিহার সরকার রাজ্যে যে কোনও মদ খাওয়া, বিক্রি করা, সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করে। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় মদ-উৎপাদক ও মদ-ব্যবসায়ীদের একাংশ। ৩০ সেপ্টেম্বর পটনা হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ সরকারি নিষেধাজ্ঞা খারিজ করে বলে, এই সিদ্ধান্ত সংবিধান-বিরোধী। মানুষের অধিকারে উপর হস্তক্ষেপ বলেও মন্তব্য করে হাইকোর্ট। সঙ্গে হাইকোর্ট রায়ে বলে, কোনও রাজ্যের এমন নিষেধাজ্ঞা জারির অধিকারই নেই।

এই রায় আসার ৪৮ ঘণ্টার মধ্যে, ২ অক্টোবর নতুন সংশোধিত আবগারি আইনের রুলস বা নিয়মবিধি বলবৎ করে বিজ্ঞপ্তি জারি করে নীতীশ সরকার। পাশাপাশি, রাজ্য পটনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে। তাতে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি দু’টি বিষয়ে উচ্চতম আদালতের মত জানতে চেয়েছে নীতীশ সরকার। (এক) রাজ্য এ ধরনের নিষেধাজ্ঞা জারি করতে পারে কি না। (দুই) মদ খাওয়া বা না খাওয়ার বিষয়টি ব্যক্তির মৌলিক অধিকারে পড়ে কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement