আর্জি খারিজ

আম আদমি পার্টির (আপ) বিধায়ক সোমনাথ ভারতীর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সোমনাথের স্ত্রী লিপিকাকে সোমবার আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে আত্মসমর্পণ করেন সোমনাথ।

Advertisement
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:২৩
Share:

আম আদমি পার্টির (আপ) বিধায়ক সোমনাথ ভারতীর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সোমনাথের স্ত্রী লিপিকাকে সোমবার আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে আত্মসমর্পণ করেন সোমনাথ। মধ্যস্থতার মাধ্যমে পারিবারিক হিংসার মামলাটি মিটিয়ে নেওয়া যায় কি না, সে বিষয়ে কথা বলতেই ডাকা হয়েছে লিপিকাকে। বৃহস্পতিবারই নয়াদিল্লির মেট্রোপলিটান আদালতে তোলা হয় সোমনাথকে। বিচারক ৪ অক্টোবর পর্যন্ত তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement