বিচারকদের বেতন বাড়াতে কি ভুলে গিয়েছে কেন্দ্রীয় সরকার? অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রকে এমনই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের আধিকারিক ও কর্মচারীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি শুনানি চলাকালীন এই প্রশ্ন তুললেন বিচারপতি জে চেলামেশ্বর এবং এস আবদুল নাজিরের ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার বিচারপতিদের বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহার কাছে জানতে চান, ‘‘বিচারকদের বেতন বৃদ্ধির বিষয়টি কী হল? সপ্তম পে কমিশনের সুপারিশ মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বাড়ানোর পর বিচারকদের বেতন বাড়ার কথা ছিল। কিন্তু, সে বিষয়ে কী পদক্ষেপ করা হল।’’
আরও পড়ুন: যুদ্ধের মহড়া দিতে প্রথম বার ইজরায়েলে ভারতীয় বায়ুসেনা
পদমর্যাদায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্থান এক জন ক্যাবিনেট সচিবের উপর। কিন্তু, বেতনের দিক থেকে অনেকটাই পিছিয়ে। সপ্তম পে কমিশনের সুপারিশ মতো এক জন ক্যাবিনেট সচিবের ভাতা বাদে প্রতি মাসে বেতন আড়াই লাখ। সেখানে এখনও পর্যন্ত প্রধান বিচারপতি ভাতা বাদে পান এক লাখ টাকা। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিরা ভাতা বাদে প্রতি মাসে বেতন পান ৯০ হাজার এবং হাইকোর্টের বিচারপতিরা পান ৮০ হাজার টাকা।