National news

নদীতে বাস, রাজস্থানে মৃত অন্তত ৩২, চালকের বয়স ১৬ বছর

শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সওয়াই মাধোপুর দুবি অঞ্চলে। বনাস নদীতে পড়ে যায় বাসটি। উদ্ধারকার্য চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১১:২০
Share:

উদ্ধারকার্য চলছে। ছবি: টুইটার।

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেওয়াল ভেঙে নদীতে পড়ে গেল একটি যাত্রিবোঝাই বাস। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। আহত কমপক্ষে ১৫ জন।

Advertisement

শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সওয়াই মাধোপুর দুবি অঞ্চলে। বনাস নদীতে পড়ে যায় বাসটি।

পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এক বাস কন্ডাক্টর বাস চালাচ্ছিল। বাসটির গতিও খুব বেশি ছিল। নাবালক চালক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়, তখনই ঘটে এই দুর্ঘটনা।

Advertisement

তবে অন্য মতও উঠে আসছে। প্রত্যক্ষদর্শী অনেকের দাবি, বাসটির সামনের চাকা ফেটে যায়। তারপরই নিয়ন্ত্রণ হারায় বাসটি। পড়ে যায় নদীতে।

আরও পড়ুন: মোদীর সব মিথ্যে, সুর চড়ালেন রাহুল গাঁধী

দেখুন ভিডিও:

বাসটি সওয়াই মাধোপুর থেকে লালকোট যাচ্ছিল। বনাস নদীর উপর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলী বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করছে। নদী থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের জানালা গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার হয় একের পর এক মৃতদেহ। জেলা হাসপাতালের মর্গে দেহগুলি পাঠানো হয়েছে। আহতদের পাঠানো হয়েছে আশপাশের হাসপাতালগুলিতে।

আরও পড়ুন: ‘সন্ত্রাসে মদত বন্ধ না হলে শান্তি আলোচনা অসম্ভব’

৩২ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছে প্রশাসন। বাসটিতে মোট কত যাত্রী ছিল সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। পাশাপাশি, কী ভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল সে বিষয়টাও স্পষ্ট নয় বলে প্রশাসন সূত্রে খবর।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী

শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও। রাজ্য সরকার পুরো বিষয়টার দিকে নজর রাখছে বলেও তিনি জানিয়েছেন। সবকটি বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, আহতদের দ্রুত ভর্তি করে নিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement