নীতীশ কুমার তাঁর সাহায্য চাইতেই হাত বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী।
আগামী ২১ জানুয়ারি মদের বিরুদ্ধে নীতীশের অভিযানকে আরও শক্তিশালী করতে রাজ্য জুড়ে কমপক্ষে দু’কোটি মানুষকে সামিল করে মানবশৃঙ্খল গড়া হবে। এই অনুষ্ঠানের আয়োজক কোনও দল নয়, খোদ বিহার সরকার। ঐতিহাসিক এই অভিযানের নথিকরণের প্রয়োজন। কিন্তু উপগ্রহ ক্যামেরা ছাড়া কোনও ক্যামেরাতেই সামগ্রিক ছবি সম্ভব নয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে উপগ্রহ মারফৎ এই মানব-শৃঙ্খলের ছবি তুলতে সাহায্য চান। সঙ্গে সঙ্গেই উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী। আজ তাঁর নির্দেশেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পটনায় এসেছেন। তাঁরা রাজ্যের মুখ্যসচিব অঞ্জনীকুমার সিংহের সঙ্গে দেখা করেন। বৈঠকের পরে মুখ্যসচিব বলেন, ‘‘সারা রাজ্যে প্রায় দু’কোটি মানুষ এতে সামিল হবেন। দুপুর ১২টা ১৫ মিনিটে তা শুরু হয়ে একটা নাগাদ শেষ হবে।’’ মুখ্যসচিব বলেন, এত বড় মানব-শৃঙ্খলের ছবি স্যাটেলাইট ক্যামেরা ছাড়া তোলা সম্ভব নয়। তাই ইসোরোর সাহায্য নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইসরোর বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন কে নরেন্দ্র। এই কাজে ইসরো পাঁচটি স্যাটেলাইট-ক্যামেরাকে কাজে লাগাবে।
রাজ্যের তিন প্রধান শাসক দল জেডিইউ, আরজেডি ও কংগ্রেস সেই মানব-শৃঙ্খলে দলীয় কর্মীদের হাজির হতে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৫ জানুয়ারি পটনায় নীতীশের নিষেধাজ্ঞাকে ঢালাও প্রশংসা করার পরে এগিয়েছে রাজ্য বিজেপিও। রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে দলীয় কর্মীদের মানব-শৃঙ্খলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি নিত্যানন্দ রায়ও।