কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় হাইকোর্ট থেকে সবেমাত্র বেকসুর খালাস পেয়েছেন তিনি। কিন্তু শেষমেশ নিশ্চিন্ত হতে পারলেন না সলমন খান। উল্টে চাপ আরও বাড়ল বলেই মনে করছে বিভিন্ন মহল। কারণ এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজস্থান সরকার।
অবশ্য এই সিদ্ধান্তের মূলে রয়েছে একটি সাক্ষাৎকার। কৃষ্ণসার হত্যা মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী, সে সময়ে সলমনের গাড়ির চালক হরীশ দুলানি ২০০২ সাল থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু বুধবার, ২৭ জুলাই সেই ‘নিখোঁজ’ চালক হরীশ একটি বৈদ্যুতিন চ্যানেলে এক সাক্ষাত্কারে হরীশ বলেন, “সলমন খান গাড়ি থেকে নেমে গুলি করে হরিণটিকে হত্যা করেছিলেন।” তাঁর কথায়: “আমার বাবাকে ভয় দেখানো হয়েছে। ভয় পেয়ে আমিও শহরের বাইরে আছি। যদি পুলিশ আমাকে নিরাপত্তা দেয়, তা হলে আমি আমার বয়ান রেকর্ড করতে রাজি আছি।”
হরীশের এই বক্তব্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজস্থান সরকার। হরীশ দুলানির সাক্ষাত্কারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করল রাজস্থান সরকার। শুধু তাই নয়, মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী হরীশ দুলানির যথাযথ নিরাপত্তা দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করেছে রাজ্য প্রশাসন। রাজস্থানের আইনমন্ত্রী রাজেন্দ্র রাঠৌর এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন...
‘আমার সামনেই হরিণটিকে গুলি করেছিলেন সলমন’