ফের বিতর্কে সাক্ষী মহারাজ। হিন্দু মহিলাদের অন্তত চারটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত বলে মন্তব্য করে ক’দিন আগেই দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিলেন এই বিজেপি সাংসদ। এ বার রাহুল গাঁধীকে ‘পাগল’ বললেন তিনি। যদিও একই সঙ্গে ভূমিকম্প-বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন তিনি!
কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে বৃহস্পতিবারই বিদর্ভে গিয়েছিলেন রাহুল। চড়া রোদে ১৫ কিলোমিটার পদযাত্রা করেছিলেন। তারও আগে পঞ্জাবের কৃষকদের দুরবস্থা নিয়ে সংসদে মোদীকে একহাত নিয়েছিলেন তিনি। আজ সে সব নিয়েই কংগ্রেস সহ-সভাপতিকে তীব্র কটাক্ষ করে উত্তরপ্রদেশের আমরোলিতে এক সভায় সাক্ষী মহারাজ বলেন, ‘‘আমি তো বলব রাহুল গাঁধী পুরো পাগল হয়ে গিয়েছেন। তিনি রাজনীতির ‘এবিসিডি’ জানেন না। কৃষকদের জন্য গলা ফাটাচ্ছেন, অথচ আটা আর ভুট্টার ফারাক বোঝেন না।’’
বিভিন্ন সময়ে সাক্ষী মহারাজ, সাধ্বী নিরঞ্জন জ্যোতি বা গিরিরাজ সিংহের মতো সঙ্ঘ পরিবারের নেতাদের বেফাঁস মন্তব্যে যারপরনাই অসন্তুষ্ট হয়েছিলেন মোদী। এ দিন অবশ্য মোদীকে প্রশংসায় ভরিয়ে সাক্ষী বলেছেন, ‘‘নেপালে ভূমিকম্পের পর মোদী নির্দ্বিধায় সে দেশের পাশে দাঁড়িয়েছেন। ঠিক যে ভাবে দ্রৌপদীর প্রয়োজনের সময়ে সহায় হয়েছিলেন কৃষ্ণ।’’