ক্রীড়াবিদদের রাজনীতিতে আসার হিরিক চলছেই। এবার কেরালার বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে প্রার্থী হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার শ্রীসন্থ। তিরুবনন্তপুরম থেকে প্রার্থী হচ্ছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি শ্রীসন্থের নাম বিবেচনা করতে প্রায় ৪ ঘণ্টার মিটিং করে। সেখানেই শেষ পর্যন্ত ঠিক হয় দলে যোগ দিয়ে তিনি এই কেন্দ্র থেকে এবার নির্বাচনে লড়বেন। রাজনীতিতে সরকারিভাবে যোগ দিয়েই শ্রীসন্থ জানিয়ে দেন ম্যাচ গড়াপেটা নিয়ে তাঁর দিকে যে অভিযোগ ছিল সেখানে আদালত তাঁকে নির্দোষ বলেছে। এমন অবস্থায় তাঁকে আর এই বিষয়টি নিয়ে আক্রমণ করা যাবে না।
গত বছরই তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ ছিল সেগুলি যথোপযুক্ত প্রমাণের অভাবে বাতিল হয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেট থেকে তিনি এখনও নির্বাসিত। বিসিসিআই তাঁর নির্বাসন তোলেনি। যার ফলে তাঁর আর ক্রিকেটে ফেরার কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই কেরালা থেকে বিজেপি ২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
আরও খবর
ভোটের টুকিটাকি