Ganja Smuggler

গাঁজার কারবার করে কয়েক কোটি টাকা কামিয়েছেন যুবক! বাজেয়াপ্ত তাঁর সম্পত্তি

গাঁজার কারবারে যুক্ত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিপুল সম্পত্তির হদিস পেয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৬:১৮
Share:

গাঁজার কারবার করে কোটিপতি যুবক। প্রতীকী ছবি।

গাঁজার কারবার করে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন এক যুবক। তদন্তে নেমে ওই যুবকের কোটি কোটি টাকার সম্পত্তি দেখে হাঁ হয়ে গিয়েছেন তদন্তকারীরা। গ্রেফতারের পর ওই যুবকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের জুন মাসে ট্রাকে করে ১২৭৭ কেজি গাঁজা কোরাপুট থেকে পঞ্জাবে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় ওই গাঁজা বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় লুধিয়ানার বাসিন্দা লাখবিন্দর সিংহকে। তাঁকে জেরা করেই আকবর খান নামে এক যুবকের কথা জানতে পারে পুলিশ।

এর পরই তদন্তে নেমে ওড়িশার জেপোরের বাসিন্দা আকবরকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারের পরই গাঁজার কারবার নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। আকবরের আর্থিক লেনদেনের তথ্য দেখে পুলিশ জানতে পারে যে, গাঁজার কারবার করে ওই যুবক বাড়ি-গাড়ি করেছেন। প্রচুর সম্পত্তির মালিক ওই যুবক।

Advertisement

সম্প্রতি এই মামলায় ওই যুবকের মোট ১.৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement